এবার ডেঙ্গু রোগী পাওয়া গেলো বান্দরবানেও, আক্রান্ত ঢাকা থেকে

বান্দরবানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সকালে তাঁকে সদর হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রত্যুষ পল ত্রিপুরা জানান, ‘রেমিউচিং ঢাকা নটরডেম কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। তাঁর বাড়ি রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের আরেক ছাত্র বিজয়ন তঞ্চঙ্গ্যা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসা শেষে শহরে বালাঘাটায় তাঁর বাড়ীতে বিশ্রামে আছেন।’

রেমিউচিং মারমার পিতা উথোয়াই মারমা জানান, ‘ছেলে ঢাকায় কয়েকদিন ধরে অসুস্থ বোধ করলে ডাক্তারি পরীক্ষা করানো হয়। তার ডেঙ্গু ধরা পড়ে। ঢাকায় খরচের কথা ভেবে তাকে বান্দরবান চলে আসতে বলেছি।’

ডেঙ্গু আক্রান্ত আরেক ছাত্র বিজয়ন তঞ্চঙ্গ্যার মা বান্দরবান পৌরসভার কাউন্সিলর উজলা তঞ্চঙ্গ্যা। তিনি জানান, ‘ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকায় একটি প্রাইভেট ক্লিনিকে ডাক্তারি পরীক্ষা করানো হয়। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। সেখানে চিকিৎসার পর তাকে এখন বান্দরবানের বাড়িতে বিশ্রামে রাখা হয়েছে।’

এদিকে জনসচেতনতা গড়ে তুলতে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করেছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা। এ উপলক্ষে মঙ্গলবার সকালে পৌর কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে বিভিন্ন নালা-নর্দমায় মশার ওষুধ ছিটানো হয়। জেলা প্রশাসক দাউদুল ইসলাম ও মেয়র ইসলাম বেবীসহ শতাধিক মানুষ র‌্যালিতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন