এইচএসসি’র ফল প্রকাশ: বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। গত বছরের তুলনায় এবছর পাসের হার এবং জিপিএ-৫ দুটোই বেড়েছে।

বুধবার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষা পাসের ৭৩ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন। এ পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছে ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন। পাস করেছে ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন।

গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন। সেই হিসাবে এবার পাসের হার বেড়েছে ৭ দশমিক ২৯ শতাংশ আর আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৮ হাজার ২৪ জন।

এবছর সাধারণ আট শিক্ষাবোর্ডে পাসের হার ৭১ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪১ হাজার ৮০৭ জন।

মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৪৩ জন।

কারিগরি শিক্ষাবোর্ডে পাসের ৮২ দশমিক ৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৩৬ জন।

গত ১ এপ্রিল চলতি বছরের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১১ মে। এরপর ১২ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২১ মে শেষ হয়।

শেয়ার করুন