সীমান্তে উত্তেজনা প্রশমনে মঙ্গলবার বৈঠক করেছে চীন-ভারত। লাদাখের গালওয়ান উপত্যকায় সামরিক কমান্ডিং অফিসার স্তরে চীন-ভারতের এ বৈঠক হয়। সূত্র: এনডিটিভি।
এ বৈঠক নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১১ ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকটি হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে।
ভারতের সেনা সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, লাদাখের যে এলাকাগুলো নিয়ে সংঘাত, সেই এলাকার বিষয়ে কথা হয়েছে বৈঠকে। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে।
পূর্ব লাদাখের সবগুলো সংঘাতপূর্ণ এলাকা থেকে সেনা পেছানোর বিষয়ে আলোচনা হয়েছে। উভয়পক্ষই তা বাস্তবায়নে রাজি হয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝ্যাও লিজিয়ান বলেছেন, উত্তেজনা প্রশমনে ব্যবস্থা নিতে উভয়পক্ষ রাজি হয়েছে।
উল্লেখ্য, ১৫ জুন রাতে প্রায় ১৪ হাজার ফুট উচ্চতায় গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়। তবে চীনের কত সেনা হতাহত হয়েছে তা এখনও স্পষ্ট করেনি দেশটি।