ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রসহ বহু দেশে করোনাভাইরাসের আক্রমণ

চীনের পর এবার করোনাভাইরাসের মারাত্মক সংক্রমণে আক্রান্ত হয়েছে ইরান ও ইতালি। এ দু’টি দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১শ’ ছাড়িয়ে গেছে।

এ পর্যন্ত ইতালিতে মারা গেছে ১৪৮ জন। আক্রান্ত প্রায় ৪ হাজার। ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার মানুষ।

ইরান থেকে এ ভাইরাসটি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে আফগানিস্তান, কানাডা, লেবানন, পাকিস্তান, কুয়েত, বাহরাইন, ইরাক, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, এবং সৌদি আরবে রোগী সনাক্ত হয়েছে।

ইরানের শীর্ষ নেতা আলী খামেনীর উপদেষ্টাদের মধ্যে একজনও মারা গেছেন করোনাভাইরাস সংক্রমণে। এছাড়া দেশটির সংসদ সদস্য, মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের মধ্যেও অনেকে আক্রান্ত হয়েছেন।

দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ছয় হাজার মানুষ।

যুক্তরাষ্ট্রে মারা গেছে ১১ জন।

বাংলাদেশেও করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্ক দেখা দিয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতে এ রোগের প্রাদুর্ভাবের খবর প্রকাশ হবার পর থেকে বাংলাদেশের মানুষের মধ্যে দিন দিন উদ্বেগ-উৎকন্ঠা বাড়ছে।

শেয়ার করুন