খাগড়াছড়ি প্রতিনিধি ।। ইতালি নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৪ লাখ ৮০ হাজার টাকা ফেরত চেয়ে খাগড়াছড়ির বনকর্মী আবু জাফরের বিরুদ্ধে সংবাদ সম্মেলণ করেছে প্রতারণার শিকার মো. আবু জোহা নামের এক ব্যক্তি। সংবাদ সম্মেলণে ওই বনকর্মীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি করা হয়।
রবিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন করেন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্রতারণার শিকার আবু জোহা বলেন , বন বিভাগের নৈশ প্রহরী আবু জাফরের কাছে প্রতারণার শিকার হয়ে আমি এবং আমার পরিবার নিঃস্ব হয়ে মানবেতর জীবন যাপন করছি। বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে আবু জোহা বিভিন্ন সময় টাকা নিয়েছেন। কিন্তু পরে একসময় বুঝতে পারলাম আমি প্রতারণার শিকার। এখন নানা ভাবে টাকা ফেরত চাইলে আবু জোহা টাকা ফেরত দিতে গড়িমসি করছেন।
সংবাদ সম্মেলনে প্রতারণার শিকার মোঃ আবু জোহা, তার স্ত্রী রুবি আক্তার, ছেলে মোঃ রোবায়েত ইসলাম, মেয়ে জান্নাতুল সুমাইয়া উপস্থিত ছিলেন।