ইতালিতে মানবদেহে করোনার টিকা প্রয়োগ শুরু হয়েছে। সোমবার থেকে রোমের ‘স্পাল্লানজি’ হাসপাতালে প্রয়োগ করা হচ্ছে এই টিকা। ইতালির তৈরি এ টিকা প্রাথমিকভাবে চিকিৎসা কর্মীদের দেহে প্রয়োগ হবে।
রোমসহ লাছিও বিভাগের প্রধান নিকোলা জিংগারেত্তি জানান, সোমবার সকাল থেকে দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও নিবন্ধিত ব্যক্তিরা টিকা গ্রহণের জন্য হাসপাতালে উপস্থিত হন। শিগগিরই এটি দেশে সহজলভ্য করা হবে।
এদিকে ইতালিতে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে নতুন সংক্রমণের সংখ্যা। গত ৪ মে’র পর একদিনে সর্বোচ্চ আক্রান্ত ছিল রোববার ১২১০ জন। ৩ মাস ২০ দিন পর ইতালিতে একদিনে সহস্রাধিক মানুষ করোনায় সংক্রমিত হলেন। নতুন সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে রাজধানী রোমে এবং লোম্বার্দিয়ায়। রোববার লোম্বার্দিয়ায় সর্বোচ্চ ২৩৯ জন এবং রোমে ১৮৪ জন আক্রান্ত হন। এর আগের দিন রোমসহ লাছিওতে ২১৫ জন আক্রান্ত হন। একইসঙ্গে পর্যটন নগরী ভেনিসেও নতুন আক্রান্ত বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় এ শহরে ১৪৫ জন আক্রান্ত হয়েছেন।
তবে ইতালি সরকার দেশটিতে দ্বিতীয় ধাপে লকডাউন দেওয়ার কথা এখনও ভাবছে না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশের অর্থনীতি সচল রাখতে লকডাউন দেওয়ার কোনও পরিকল্পনা এখনও নেই সরকারের। কেননা এতে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। করোনার প্রকোপ ঠেকাতে সবধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী দেশটির নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করছে।