আড়ংয়ের বনানী শাখার চেঞ্জ রুম থেকে নারীদের পোশাক পরিবর্তনের ভিডিও করতো সে। চতুর্থ তলায় কর্মচারিদের চেঞ্জরুমের বাইরে সানশেডে দাঁড়িয়ে সেলফি-স্টিক দিয়ে মোবাইল ফোনে ভিডিও করতো সে।
এভাবে একে একে প্রায় ১২০টি ভিডিও করেছে সিরাজুল ইসলাম সজীব নামের ওই যুবক। সে আড়ংয়ের বনানী শাখার সাবেক কর্মী।
যাদের ভিডিও করা হতো, পরে তাদের কাছে সেই ভিডিও পাঠিয়ে অর্থ দাবি এবং অনৈতিক প্রস্তাব দিতো সে।
পরে এক ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তাকে আটক করে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে।
সাইবার সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলাম জানান, আড়ংয়ের দেওয়া তথ্যমতে সজীবকে আটক করা হয়েছে। তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রায় ১২০টি ভিডিও করার কথা স্বীকার করছে। তার কাছ থেকে ১৩টি ভিডিও উদ্ধার করা হয়েছে।
২০১৯ সালের অক্টোবর মাসে এক নারীকর্মীর ভিডিও করার অভিযোগে ডিসেম্বর মাসে সজীবকে চাকরি থেকে বরখাস্ত করে আড়ং কর্তৃপক্ষ। তবে তার কাছে ভিডিওগুলো থেকে যায়।