আপনার পাসওয়ার্ড কি এই ২৫টার মধ্যে পড়ে?

যাঁরা এখনো বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড হিসেবে ইংরেজি ওয়ান থেকে সিক্স (123456) সংখ্যা ব্যবহার করছেন, তাঁদের সতর্ক থাকতে বলেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। চলতি বছরে সবচেয়ে বিপজ্জনক পাসওয়ার্ডের তালিকায় শীর্ষে আছে এটি।

অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, পাসওয়ার্ড হিসেবে ক্রমিক ১ থেকে ৯ নম্বর সংখ্যাগুলো পরপর বসালে বা প্রচলিত অন্যান্য সহজ অনুমানযোগ্য পাসওয়ার্ড ব্যবহার করলে, তা সহজে হ্যাক করা যায়। এ ধরনের পাসওয়ার্ডের মধ্যে আছে কোয়ার্টি, পাসওয়ার্ড, গুগল শব্দগুলো।

গবেষকেরা জটিল এবং সংখ্যা, অক্ষর ও চিহ্নের সমন্বয়ে বা জটিল বাক্যাংশ পাসওয়ার্ড হিসেবে ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেন, ইন্টারনেট নিরাপদ রাখতে অ্যান্টিভাইরাসসহ নানা ওয়েব টুল রয়েছে। তবে অ্যাকাউন্টের নিরাপত্তায় জটিল পাসওয়ার্ড ব্যবহার গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই সহজে অনুমান করা যায়—এমন পাসওয়ার্ড ব্যবহার করছেন। এ ধরনের সহজ পাসওয়ার্ড ব্যবহার করা বিপজ্জনক।

পাসওয়ার্ড ব্যবস্থাপনা সেবাদাতা প্রতিষ্ঠান কিপার সিকিউরিটি ২০১৭ সালের সবচেয়ে ‘প্রচলিত পাসওয়ার্ড’গুলোর একটি তালিকা তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পাসওয়ার্ড অ্যাকাউন্টের নিরাপত্তায় ব্যবহার করা বিপজ্জনক। ২০১৬ সালে ফাঁস হওয়া প্রায় এক কোটি পাসওয়ার্ড বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটি এ তালিকা তৈরি করেছে।

কিপার সিকিউরিটির ২৫টি বিপজ্জনক পাসওয়ার্ড দেখে নিন:

123456
123456789
qwerty
12345678
111111
1234567890
1234567
password
123123
987654321
qwertyuiop
mynoob
123321
666666
18 atcskd2w
7777777
1 q2 w3 e4r
654321
555555
3 rjs1 la7 qe
google
1 q2 w3 e4 r5t
123 qwe
zxcvbnm
1 q2 w3 e

শেয়ার করুন