আতংক শংকায় বান্দরবানে এবার অন্যরকম ঈদ

কেন্দ্রীয় জামে মসজিদ, বান্দরবান।

রফিকুল আলম মামুন, বান্দরবান: করোনা পরিস্থিতিতে দেশের অন্যান্য স্থানের মতো একেবারেই এক ভিন্ন ঈদ উদযাপন করছেন পার্বত্য জেলা বান্দরবানের ধর্মপ্রাণ মুসলমানরা। দেশে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলায় একধরনের চাপা আতংকের মধ্য দিয়ে মুসলিম উম্মাহর পবিত্র এ দিনটি পালন করছেন তাঁরা।

বান্দরবান শহর ঘুরে দেখা যায়নি কোথাও কোন উৎসব কিংবা খুশির আমেজ। অন্যান্য বছর ঈদকে কেন্দ্র করে পুরো শহরকে সাজানো হলেও এবার কোন সাজসজ্জা চোখে পড়েনি।

সামাজিক দুরত্ব মেনে ঈদের জামাতে শরীক হয়েছিলেন মুসল্লীরা। ছবি- খোলা চোখ ডটকম।

এদিকে সকালে বিভিন্ন মসজিদের আলাদা আলাদা করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সামাজিক দুরত্ব মেনে। মুসল্লিরা অক্ষরে অক্ষরে পালন করেছেন সরকারি নিদের্শনা। বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে খতিব আলাউদ্দীন ইমামীর পরিচালনায় সকাল ৮ টায় অনুষ্টিত হয় ঈদের জামাত।

বান্দরবান বাজার জামে মসজিদ।

জামাত শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর মেয়র মো. ইসলাম বেবী ও অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন। এ ছাড়াও ভিন্ন ভিন্ন সময়ে জেলা সদরের অন্যন্য মসজিদে জামাতে অংশ নেন মুসল্লীরা। এসময় পৃথিবীকে করোনা থেকে মুক্তি ও মুসলিম উম্মাহর মুক্তি চেয়ে মোনাজাত করা হয়।

নামাজ শেষে হাত মেলানো ও কোলাকুলি ছাড়াই যে যার বাড়ী ফিরে যান মুসল্লীরা। এসময় মুসল্লীরা দুর থেকে একে অপরের সাথে কুশল বিনিময় করেন।

শেয়ার করুন