উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং–উনের সঙ্গে আগামী বছরের শুরুতে দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের
দুই দেশের প্রতিনিধিরা দ্বিতীয় শীর্ষ বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে ওই কর্মকর্তা কয়েকজন সাংবাদিককে জানান। একই দিন (শুক্রবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, শিগগিরই তিনি উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এবং দুই নেতার বৈঠকের বিস্তারিত বিষয়ে আলোচনা করবেন।
গত জুনে প্রেসিডেন্ট ট্রাম্প ও কিমের মধ্যে প্রথম বৈঠক হওয়ার পরই দ্বিতীয় বৈঠক নিয়ে আলোচনা চলছে।