করোনাকালে অনলাইন ক্লাস চালিয়ে যেতে শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারে শীঘ্রই সুখবর আসছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
১১ জুলাই শনিবার নিজের ভেরিফাইড ফেইসবুক আইডির একটি পোস্টে তিনি লেখেন, ছাত্র ছাত্রীদের ইন্টারনেট ব্যবহারের জন্য কিছু সুখবর আসবে বলে প্রত্যাশা করছি। অনেক বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদেরকে ইন্টারনেট দেবার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।
আমরা আমাদের টেলিকম কোম্পানীগুলোকে সর্বনিম্ন হারে ইন্টারনেট দেবার জন্য অনুরোধ করছি। একই সাথে অপারেটরদেরকে তাদের বিটিএসগুলোকে ৪জি করারও নির্দেশ দিয়েছি। আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার গতি ত্বরান্বিত হোক এই কামনায়।
প্রসঙ্গত, করোনা মহামারীতে সংক্রমণ ঠেকাতে মার্চ মাস থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এর মধ্যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস চালু করেছে। তবে দেশের সব জায়গায় উপযুক্ত ইন্টারনেট স্পিড না থাকায় অনেক শিক্ষার্থী ক্লাসে অংশ নিতে পারছেন না। অনেকে ইন্টারনেট প্যাকেজের উচ্চ মূল্যের কারণেও ক্লাস করতে পারছেন না। এতে শহর এবং গ্রাম, স্বচ্ছল এবং অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য প্রকট হচ্ছে।
এসব সমস্যা সমাধানে সরকারের অনুরোধে মোবাইল অপারেটরগুলোর কাছ থেকে শীঘ্রই আশাব্যঞ্জক কোনো ঘোষণা আসতে পারে বলে ধারনা করা হচ্ছে।