পাকিস্তানে ১৩ আগস্ট জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসাইন এই অধিবেশন ডেকেছেন। আসন্ন অধিবেশনেই ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্বে নতুন সরকার গঠিত হবে বলে মনে করা হচ্ছে।
পাকিস্তানে গত ২৫ জুলাই জাতীয় পরিষদ নির্বাচনে জয় পায় পিটিআই। সরকার গঠনের জন্য পিটিআই এককভাবে প্রয়োজনীয় সংখ্যক আসন না পেলেও ইতিমধ্যে জোট গঠন করে সেই সংখ্যা নিশ্চিত করেছে।
ডননিউজ অনলাইনের খবরে বলা হয়, বৃহস্পতিবার দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাসিরুল মুলক প্রেসিডেন্টকে জাতীয় পরিষদের অধিবেশন ডাকার জন্য লিখিত অনুরোধ জানান। সেই আবেদন অনুমোদন করে প্রেসিডেন্ট ১৩ আগস্ট অধিবেশন আহ্বান করলেন।
এদিকে প্রেসিডেন্ট মামনুন ১৬ আগস্ট থেকে তিন দিনের আয়ারল্যান্ড সফরের যে পরিকল্পনা করেছেন, সেটা বাতিল করার আহ্বান জানিয়েছে পিটিআই। দলটির প্রধান ইমরান খানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনক্ষণ প্রেসিডেন্টের ওই সফরসূচির মধ্যে পড়ে যেতে পারে, সেই কারণেই এই আহ্বান জানানো হয়।
দলটির মুখপাত্র ফাওয়াদ চৌধুরী আশা প্রকাশ করেছেন, ইমরান খান ১৫ থেকে ১৭ আগস্টের মধ্যে যেকোনো দিন শপথ নিতে পারেন। সে ক্ষেত্রে প্রেসিডেন্ট মামনুনের অনুপস্থিতি কোনো সমস্যা সৃষ্টি করবে না। কারণ, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকবেন সিনেট চেয়ারম্যান সাদিক সাঞ্জরানি।
তবে এর আগে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন (১৪ আগস্ট) শপথ নেওয়ার ইচ্ছা সাবেক ক্রিকেট তারকা ইমরানের।
পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের ২৭২টি আসনের মধ্যে ২৭০টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে একক দল হিসেবে পিটিআই ১১৬টি আসন পায়। সরকার গঠনের জন্য যেকোনো দলের প্রয়োজন ১৩৭টি আসন।