জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্যে প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করেছে অনলাইন পোর্টাল সিএইচটি টাইমস ডটকম।
’সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম’ সুয়ালকে সিএইচটি টাইমস ডটকম-এর সার্বিক সহযোগিতায় ব্লাইন্ড প্রীতি ক্রিকেট ম্যাচ’২২ নামে এই ম্যাচের আয়োজন করা হয়। ২৮ মার্চ সকালে প্রথম পর্বে বান্দরবান জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী এর সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.কায়েসুর রহমান।
সিএইচটি টাইমস ডটকমের সম্পাদক লুৎফুর রহমান উজ্জ্বল এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি শিশু পরিবারের রিসোর্স শিক্ষক সত্যজিত মজুমদার। শুরুতেই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা নিজেদের পক্ষ থেকে দুই রং এর গোলাপ দিয়ে প্রধান অতিথি কে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে এই ম্যাচের প্রতিটি খেলোয়াড়ের সাথে কুশল বিনিময় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান। এ সময় প্রাণবন্ত এবং সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশ সৃষ্টি হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুরুতেই এই ব্লাইন্ড প্রীতি ক্রিকেট ম্যাচের সকল খেলোয়াড়, কোচ, আয়োজক এবং সর্বোপরি যারা এই খেলাটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্য সহযোগিতা করছেন তাদের প্রত্যেককে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় তিনি বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির পক্ষ থেকে সুয়ালক একাদশ এবং কক্সবাজার একাদশের খেলোয়াড়দের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পরে সুয়ালক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে সিএইচটি টাইমস ডটকমের পক্ষ থেকে একসেট বিশেষ জার্সি উপহার হিসেবে তুলে দেন মো.কায়েসুর রহমান। খেলায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম-সুয়ালক একাদশ এর শিক্ষার্থীরা ৫ উইকেটে জয়লাভ করে। খেলার সমাপনী পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন ও রানারআপ দুটি একাদশকে শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ট্রফি তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য তিং তিং ম্যা। সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মুহুরীর সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সিএইচটি টাইমস ডটকম এর সম্পাদক লুৎফুর রহমান (উজ্জ্বল), রিসোর্স শিক্ষক সত্যজিত মজুমদার এবং সুয়ালক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উ ক্য নু মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন।