বান্দরবানে শুক্রবার শুরু হচ্ছে ‘ফুটবল খেলোয়াড় সমিতি গোল্ডকাপ টুর্নামেন্ট’

জেলায় ফুটবলের অচলাবস্থা কাটিয়ে খেলার মাঠে গতি আনতে বান্দরবানে শুরু হচ্ছে ফুটবল খেলোয়াড় সমিতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩। শুক্রবার ২৬ মে জেলা সদরের রাজার মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করার কথা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার তারিকুল ইসলাম, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখরসহ বিশিষ্টজনেরা।

টুর্নামেন্টে পরিচালনা কমিটির আহবায়ক রফিকুল আলম মামুন জানান, স্থানীয় ৬টি টিমসহ মোট ৮টি টিম এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতির খেলায় চ্যাম্পিয়ন টিম ৫০ হাজার টাকা প্রাইজমানি এবং ট্রফি পাবে। রানার্স আপ টিম পাবে ৩০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি। অংশগ্রহণকারী প্রতি টিমে ৯ জন করে খেলোয়াড় অংশ নিতে পারবে।

তিনি আরো জানান, টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড়, সেরা গোলরক্ষক, সুশৃঙ্খল দলকেও আকর্ষনীয় পুরষ্কার দেওয়া হবে।

শুক্রবার বিকাল ৩টায় উদ্বোধনী ম্যাচে লোহাগাড়া একাদশের মুখোমুখি হবে চকরিয়া একাদশ।

শেয়ার করুন