বান্দরবানে যে কারণে বাতিল হলো বিএনপি’র মা ম্যা চিং-এর মনোনয়নপত্র

২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের দিনে বান্দরবানে মনোনয়ন বাতিল হওয়া ৬ প্রার্থীর মধ্যে একজন জেলা বিএনপির সভানেত্রী মা ম্যা চিং। বিকেল ৫টায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্ধারিত সময় শেষ হবার পর জেলা রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম জানান, মা ম্যা চিং যে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন, সেটাতে মহাসচিবের স্বাক্ষরটি সঠিক নয়। তাই তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাঁরা চাইলে এখন নির্বাচন কমিশনে আপীল করতে পারেন।

এ ব্যাপারে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাবেদ রেজা জানান, দলীয় মহাসচিবের স্বাক্ষরিত মনোনয়ন ফরমটি সঠিক। তবে জেলা বিএনপি’র অপর প্রার্থী সাচিংপ্রু জেরীর অভিযোগের প্রেক্ষিতে জেলার নির্বাচন সংশ্লিষ্টরা এই মনোনয়নপত্র বাতিল করেছেন। দলের এমন দুঃসময়ে এক প্রার্থী অন্য প্রার্থীর সহযোগী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারতেন। কিন্তু সাচিংপ্রু জেরী ও তাঁর পক্ষের লোকজনের এমন বৈরি মনোভাবের কারণে সমঝোতার সম্ভাবনা কমে গেছে। আমরা যথাযথ কাগজপত্র নিয়ে নির্বাচন কমিশনে আপীল করার প্রস্তুতি নিচ্ছি।

সাচিংপ্রু জেরী জানান, কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বা বৈধ ঘোষণার এখতিয়ার রিটার্নিং অফিসারের। তাঁরা যাচাই-বাছাই করে মা ম্যা চিং-এর কাগজপত্রে গরমিল পেয়েছেন বলেই তা বাতিল হয়েছে। আমাদের অভিযোগের ভিত্তিতে বাতিল হয়েছে, এই কথা ঠিক নয়।

শেয়ার করুন