বান্দরবানে সন্ত্রাসী হামলায় ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার ভোররাতে বান্দরবানের রুমা-থানচি সড়কের শৈলপ্রপাত এলাকায় সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের তত্বাবধানে নির্মাণাধীন সড়কের শ্রমিক শেডে ২০/২৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ অতর্কিত হামলা চালায়। এ সময় শ্রমিকদের মারধর করে ১৫টি মোবাইল ফোন এবং লক্ষাধিক নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ১১ জন শ্রমিককে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি পেট্রোল দল মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। এরা হলেন- নবিক বম (১৮), পাটন বম (১৮), লরেন বম(১৫), বিক্রম বম (১৮), এবং ক্লিনটন বম (১৯)। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ছরোয়ার জানান, রাস্তা নির্মাণের শ্রমিকদের হামলা এবং জিনিসপত্র লুটের ঘটনায় সদর থানায় ১২ জনের নামসহ অজ্ঞাত ৬/৭ জনের নামে একটি মামলা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।