বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা থেকে ৩ ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৮ মে সোমবার বিকালে পাইক্ষ্যং পাড়ার একটি পাহাড় থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকালে রোয়াংছড়ি উপজেলার পাইক্ষ্যং পাড়া এলাকার একটি পাহাড়ে ৩টি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ৩ জনের লাশ উদ্ধার করে। তবে কে কারা তাদের হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি এবং নিহতদের নাম-পরিচয়ও নিশ্চিত করতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে গোলাগুলির ঘটনায় তারা নিহত হয়ে থাকতে পারে। এ ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে আতংক দেখা দিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, গুলিবিদ্ধ ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য তাদের লাশ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে ৭ এপ্রিল রোয়াংছড়ির খামতাং পাড়া এলাকা থেকে ৮ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।