বান্দরবানের বিশিষ্ট আইনজীবি, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য আমিনুর রশিদ আর নেই। বৃহস্পতিবার রাত ১২ টায় তিনি চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি বান্দরবান শহরের চেয়ারম্যান পাড়ার মরহুম আব্দুর রশিদ মাষ্টারের চতুর্থ পুত্র ও অবসরপ্রাপ্ত যুগ্ন সচিব বজলুর রশিদের ছোট ভাই ।
তিনি দীর্ঘদিনধরে ফুসফুসে ক্যান্সারে ভুগছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি চট্টগ্রামে চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার থেকে তার অবস্থার অবনতি হলে তাকে ইনসেনটিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হলে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর সময় তিনি এক কণ্যা দুই পুত্র স্ত্রীসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মরহুমের জানাজা বাদ আছর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্টিত হবার কথা রয়েছে।
এদিকে আমিনুর রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আইনজীবিসমিতিসহ রাজনৈতিক ব্যক্তিবর্গরা।