শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বান্দরবানের বালাঘাটা দূর্গাপূজা উদযাপন পরিষদ। ৭ অক্টোবর সোমবার সকালে বালাঘাটা বাজার থেকে এ উপলক্ষে একটি র্যালী এলাকা পরিভ্রমণ করে। সেখানে নেতৃত্ব দেন বান্দরবান পৌরসভার প্রশাসক জাহিদ ইকবাল, পূজা উদযাপন কমিটির সভাপতি নিপুর কান্তি দাশ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তাহের, বালাঘাটা রক্ষাকালী মন্দির কমিটির সভাপতি প্রিয়তোষ চৌধুরীসহ এলাকার বিশিষ্টজনেরা।
অভিযান উদ্বোধনের সময় পৌর প্রশাসক জাহিদ ইকবাল জানান, পূজা মন্ডপসহ আশপাশের এলাকাগুলোতে ডেঙ্গু মশা নিধনসহ সার্বিক পরিচ্ছন্নতার জন্য পৌরসভার কার্যক্রম জোরদার করা হয়েছে। পৌরসভার পাশাপাশি স্থানীয় জনগণকেও এ অভিযানে সর্বাত্মক সহযোগিতা দেবার আহবান জানান তিনি।
এছাড়াও প্রতি তিন দিনে এক দিন বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দেবার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন তিনি।