ইকবাল স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট; পিউ একাদশকে হারালো চপ্রু একাদশ

ইকবাল স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের চতুর্থ দিনের নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে চ-প্রু একাদশ। তারা (১-০)  গোলে হারিয়েছে পিউ একাদশকে।

ম্যাচের দ্বীতিয়ার্ধে চ-প্রু একাদশের হয়ে গোলটি করেন সৈকত।  অাজকের ম্যাচে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় মাঠে নামান চপ্রু একাদশ।

ম্যাচ শেষে ম্যান অব দ্যা ম্যাচ জেতেন

অাগামিকাল প্রথম কোয়ার্টার ফাইনালে রয়েল রিদম মোকাবিলা করবে ব্রাদার্সের।

 

 

 

 

শেয়ার করুন