বান্দরবানের লামায় গভীর রাতে সন্ত্রাসীদের তান্ডব

বান্দরবানের লামা উপজেলার সদর ইউনিয়নের কয়েকটি গ্রামে রবিবার গভীর রাতে হানা দিয়েছে সন্ত্রাসী দল। এ সময় তারা বেশ কয়েকজনকে মারধর, লুটপাটের চেষ্টা ও ২জনকে তুলে নিয়ে যায়। ভোরে তাদেরকে ছেড়ে দেয়া হয়। 

রবিবার রাত ২টার দিকে লামা সদর ইউনিয়নের ঠাকুরঝিরি, বরিশালপাড়া ও বৈল্ল্যারচর এলাকায় তান্ডব চালানোর পর মেহের আলীও সমির উদ্দিন নামক দুই ব্যক্তিকে তুলে নিয়েযায় তারা।

প্রত্যেক্ষদর্শীরা জানান, প্রথমে রাত ১টায় বৈল্ল্যারচর গ্রামের রবিউল আলম ভূঁইয়ার বাড়িতে হামলা চালায় সশস্ত্র গ্রুপটি। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা এক রাউন্ড গুলি করে পালিয়ে যায়।তারপর তারা বরিশাল পাড়ার সাবেক মেম্বার আব্দুল ছোবাহানের বাড়িতে ঘন্টাব্যাপী জিনিসপত্র তছনছ করে লুটপাট চালায় ও তাদের কাজের লোক সমির উদ্দিনকে মারধর করতে করতে নিয়ে যায়।কিছুদূর নেয়ার পরে তারা সমির উদ্দিনকে ছেড়ে দেয়।সবশেষে রাত ২টায় ঠাকুরঝিরি গ্রামের মেহের আলীকে মারধর করে তুলে নিয়ে যায়। ভোরে তাকেও ছেড়ে দেয়।গ্রুপটিতে প্রায় ৩০-৩৫জন ছিলো বলে জানায় এলাকাবাসী।

সকালে সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, কয়েকদিন পরপর সন্ত্রাসীদের এই ধরনের হামলার কারণে জনগণ যথেষ্ট উৎকন্ঠার মধ্যে রয়েছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করেন।  

বিষয়টি উদ্বেগজনক উল্লেখকরে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, ঘটনাস্থলে দ্রুত ফোর্স পাঠানো হচ্ছে। 

লামা সেনা ক্যাম্পের সাব জোন কমান্ডার বলেন, সন্ত্রাসী হামলার খবর পাওয়ার পর থেকেই আমরা সেখানে পাহারা জোরদার করেছি।

শেয়ার করুন