বান্দরবানে বিজিবির একটি ট্রাক পাহাড়ি খাদে পড়ে ৯ জওয়ান আহত হয়েছেন। ৩১ মার্চ শনিবার দুপুরে বলিপাড়া যাওয়ার পথে শহর থেকে ৬ কিলোমিটার দূরে লাইমি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা সবাই নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়ন এর সদস্য।
প্রত্যক্ষদর্শী ও বিজিবির সদস্যরা জানান, শনিবার দুপুরে বলিবাজার বিজিবি সদস্যদের সাথে প্রীতি তাইকোয়ান্ডো ম্যাচ খেলার জন্য নাইক্ষ্যংছড়ি বিজিবি’র একটি ট্রাকে চড়ে থানচি উপজেলার বলিবাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় লাইমি পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা বিজিবির ২৩ জনের মধ্যে ৯ সদস্য আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
আহতরা হলেন- ল্যান্স নায়েক হুমায়ুন, নায়েক মান্নান হোসেন, সিপাহী শেখ ইসলাম, সুরুজ মিয়া, সাব্বির হোসেন, মো: রেজাউল, ওমর সানি, আল মামুন ও রেজাউল সর্দার। তারা সবাই বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়ন এর সদস্য।
খবর পেয়ে আহতদের দেখতে বান্দরবান সদর হাসপাতালে যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি, জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারসহ সরকারি উর্ধ্বতন কর্মকর্তারা।
বান্দরবান বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন জানান, নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়ন এর সদস্যরা প্রীতি তাইকোয়ান্ডো ম্যাচ খেলার জন্য বান্দরবান বলিবাজার যাওয়ার সময় লাইমি পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবির ট্রাকটি উল্টে যায়। এসময় গাড়িতে ২৩ সদস্যের মধ্যে ৯ বিজিবির সদস্য আহত হন। তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।