‌‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রশ্নফাঁসের সমাধান নয়’

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এর সঠিক সমাধান নয়। প্রশ্নফাঁসের মূল কারণ উদ্ঘাটন করে এর সমাধান করাটাই সব চেয়ে বেশি প্রয়োজন। কীভাবে প্রশ্ন ফাঁস হচ্ছে তা আগে খুঁজে বের করতে হবে।
আজ মঙ্গলবার সিলেটের মীরের ময়দানে বিশ্ব বেতার দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।
ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, সরকার আন্তরিক থাকলে প্রশ্নপত্র ফাঁস রোধ করা সম্ভব। প্রশ্নফাঁস যদি হয়, তবে যতই চেষ্টা করা হোক লেখাপড়ার কোনো গুরুত্ব থাকবে না। ইন্টারনেট বন্ধ করে এটা বন্ধ করা যাবে না। প্রশ্ন যে ছাপানো হয় তার পুরো প্রক্রিয়ার মধ্যে কোনো নিরাপত্তা নেই। একজন প্রশ্ন করে, আরেকজন ছাপাই, আরেকজন নিয়ে আসে। এভাবে করলে তো হবে না। খুবই নিরাপত্তায় এটা করতে হবে।
শেয়ার করুন