৯৯৯-এ একটি ফোন কলে ভেস্তে গেলো সরকারি জমি দখলের চেষ্টা

নিজের জমি দাবি করে সরকারি জমি থেকে নানা প্রজাতির গাছ কেটে নিচ্ছিলেন এক ব্যক্তি। উদ্দেশ্য ছিলো জমিটি দখল করা। স্থানীয় এক নাগরিক এই ঘটনা জানতে পেরে কল দিলেন ন্যাশনাল হেল্প ডেস্ক ৯৯৯-এ। এরপর স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে সেই জমি দখলের অপচেষ্টা। রোববার সকালে ঘটনাটি ঘটেছে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার টাউন হল এলাকায়।

স্থানীয় সূত্রে জানায়, রবিবার সকালে গুইমারা উপজেলার গ্রাম পুলিশ সদস্য আব্দুর রহিম সরকারি টাউন হলের জায়গায় বিভিন্ন প্রজাতির বড় গাছ কাটছিলেন। বিষয়টি দৃষ্টিগোচর হলে সরকারি জায়গা দখলরোধে গুইমারা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক ও খাগড়াছড়ির প্রবীণ সাংবাদিক নুরুল আলম বিষয়টি ফোন করে জানান ৯৯৯ নাম্বারে।

পরে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস এর মাধ্যমে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষন কান্তি দাশ, গুইমারা থানার ওসি বিদ্যুৎ কুমার বড়–য়া, গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় প্রশাসন তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে সরকারি জমি দখলের চেষ্টা রোধ করেন এবং কেটে ফেলা গাছগুলো জব্দ করেন।

এ সময় টাউন হলের জমিতে আশ্রয়ে থাকা এক বৃদ্ধা জানান, তিনি নিজেই গাছগুলো লাগিয়েছিলেন। স্থানীয়দের কাছ থেকে খোঁজখবর নিয়ে দখলের চেষ্টাকারী আব্দুর রহিমকে সতর্ক করা হয়। ওসি বিদ্যুৎ কুমার বড়–য়া জানান, এর আগেও আবদুর রহিম একাধিকবার এই জমি দখলের চেষ্টা করেছে।

গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষন কান্তি দাশ বলেন, জমিটি নিয়ে বিরোধ রয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন