৭৫ হাজার ডলার শিক্ষাবৃত্তি পেলো দরিদ্র পরিবারের এই ছাত্রী!

২০২২ সালের জনশুমারি অনুযায়ী, বান্দরবান ও রাঙামাটিতে খেয়াং ক্ষুদ্র জাতিসত্তার জনসংখ্যা মাত্র পাঁচ হাজার। এমন একটি বড় বৃত্তি পেয়ে খেয়াং জনগোষ্ঠীকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন শৈ ম্রা খেয়াং। বান্দরবান জেলা শহর থেকে ১৫ কিলোমিটার দূরে সদর উপজেলার কুহালং ইউনিয়নে গুংগুরু পাড়ায় শৈ ম্রা খেয়াংয়ের বাড়ি।

বান্দরবান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও ঢাকা হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে আবেদন করেছিলেন শৈ ম্রা। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাকে পাঁচ বছরের জন্য পঁচাত্তর হাজার ডলার শিক্ষাবৃত্তির পাশাপাশি আবাসিক শিক্ষার্থী হিসেবে আমন্ত্রণ জানিয়েছে।

শৈ ম্রা খেয়াংয়ের ইচ্ছা সেখান থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করে বিদেশে গিয়ে উচ্চতর শিক্ষা নিয়ে দেশে ফিরে নিজের জাতিসত্তা খেয়াংসহ বিভিন্ন সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীদের জন্য কাজ করবেন তিনি।

শেয়ার করুন