৫০ শয্যায় উন্নীত হচ্ছে বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ১ নভেম্বর শুক্রবার নতুন এই স্বাস্থ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এ ছাড়াও তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত চারটি উন্নয়ন কাজেরও উদ্বোধন করেন।
উন্নয়ন কাজগুলোর মধ্যে রয়েছে ২টি মসজিদ, একটি স্কুল ও একটি ব্যবসায়ী সমিতির ভবন উদ্বোধন।
সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৪০ লাখ টাকা অর্থায়নে নির্মিত রেপার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় মসজিদের বারান্দা সম্প্রসারণ ও অজুখানা নির্মাণের জন্য উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের নির্দেশ দেন তিনি। এরপর ২০ লাখ টাকা ব্যয়ে আমতলী বায়তুন নূর জামে মসজিদ, ১৬ লাখ টাকা ব্যয়ে পানবাজার ব্যাবসায়ী সমিতির অফিস ঘর ও ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত আলীকদম কিন্ডার গার্ডেন স্কুলের দ্বিতল ভবন উদ্বোধন করেন।
দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা করণের ভিত্তি প্রস্তর উন্মোচন করেন মন্ত্রী। বিকালে চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়-মাংতাই হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপ টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা উদ্বোধন করেন তিনি।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক (পিডি) আজিজুর রহমানসহ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াসির আরাফাত, সহকারি প্রকৌশলী ত্রিদীব কুমার ত্রিপুরা মন্ত্রীর সাথে ছিলেন। এছাড়াও জেলা ও উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা মন্ত্রীর সাথে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।