‘৩৩৩ নাম্বারে তথ্যসেবা’ প্রচারণায় বান্দরবানে সংবাদ সম্মেলন

৩৩৩ নাম্বারে ডায়াল করলে একই কলসেন্টার থেকে মিলছে বহু তথ্য। সরকারি কোন সেবা কীভাবে পাওয়া যাবে, জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারিদের সাথে যোগাযোগের তথ্য, বিভিন্ন জেলার পর্যটন স্থানসমূহের তথ্য, ইসলামিক মাসআলা মাসায়েল, বিভিন্ন জেলা সম্পর্কিত তথ্য, ই-টিন সংক্রান্ত তথ্য ও সেবা, আবহাওয়ার তথ্য, রেলসেবার তথ্য ইত্যাদি অনেকগুলো তথ্য সরবরাহ করা হয় এখান থেকে।

জনগণের মধ্যে এই কলসেন্টারটি সম্পর্কে প্রচার বাড়াতে বান্দরবানে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন, এনডিসি মোঃ কামরুজ্জামানসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

সেখানে জেলা প্রশাসক জানান, ৩৩৩ কলসেন্টারটি সারা বছর দিন-রাত সবসময় চালু থাকে। এতে কল করে তথ্য সেবা নিতে মিনিটে ৬০ পয়সা করে খরচ হবে। বাংলাদেশের বাইরে থেকে এই তথ্যসেবা পেতে চাইলে ০৯৬৬৬৭৮৯৩৩৩ নাম্বারে কল করতে হবে।

শেয়ার করুন