২৯ জুলাই হজ শুরু হচ্ছে। তবে করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে এবারের হজ সীমিত আকারে অনুষ্ঠিত হবে। সোমবার সৌদি সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
সাধারণত প্রতিবছর প্রায় ২৫ লাখ মুসল্লি হজে অংশগ্রহণ করেন। কিন্তু এবার করোনা ভাইরাসের কারণে মাত্র এক হাজার মানুষ হজ করার সুযোগ পাচ্ছেন বলে জানা গেছে। তবে বেশ কিছু গণমাধ্যম দাবি করেছে, এবারের হজে অংশ নিচ্ছেন ১০ হাজার মুসল্লি। শুধু সৌদিতে বসবাসকারীরাই এবারের হজ পালন করতে পারবেন।
সৌদি আরবের হজ মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র নগরী মক্কায় প্রবেশের আগে এবং হজের পর মুসল্লিদের কোয়ারেন্টাইনে থাকতে হবে।