করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশের সরকারি অফিসগুলোতে ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারি নিয়ে অফিস চালানোর সিদ্ধান্ত তুলে নেয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে কর্মকর্তা-কর্মচারিদের সবাইকে অফিসে উপস্থিত হতে হবে। তবে অসুস্থ, বয়স্ক ও সন্তানসম্ভবা নারীরা বাড়িতে থেকেই অফিস করতে পারবেন।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সারা দেশের অফিসপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, কাজের চাপ বেড়ে গেছে। অনেক কাজ জমাও পড়েছে। তাই কোনো কাজ আর ফেলে রাখা যাবে না। এ জন্য অফিস প্রধানরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তাই ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারির উপস্থিতিতে অফিস চালানোর নিয়মটা আর থাকছে না।
মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, সংশ্লিষ্টদেরকে এ বিষয়ে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো কাগজপত্রে এ নির্দেশনা দেওয়া হয়নি। রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে।
করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় গত ১ জুন সচিবালয়ে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে একসঙ্গে সর্বোচ্চ ২৫ শতাংশ কর্মকর্তা–কর্মচারি নিয়ে দাপ্তরিক কাজ চালানোর নির্দেশনা দেওয়া হয়েছিল।