কার্তিকের শেষ কয়েকটি দিন ভ্যাপসা গরমের পর বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকে মেঘলা আকাশের সঙ্গে গুঁড়ি গুঁড়ি শুরু হয়েছে। এবার বছর জুড়েই বেশ বৃষ্টিপাত হয়েছে। অগ্রহায়ণের প্রথম সকালও শুরু হয়েছে বৃষ্টি দিয়েই। তবে এ বৃষ্টি রাজধানীবাসীর নবান্ন উৎসবে বাধা সৃষ্টি করতে পারেনি। অনেকেই বলেছেন, এ যেন শীতের আগমনী বার্তা। আবহাওয়া অফিস বলছে, আজ দেশের বেশকিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। আগামীকাল থেকে মেঘ কেটে যাবে।
এখন দেশের বিভিন্ন জায়গায় ফসল কাটা ও ঘরে ওঠানো চলছে। তবে শীতের সবজির জন্য এ বৃষ্টি দীর্ঘায়িত হলে ভালো হবে না।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, সমুদ্রে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। বুধবার সকাল শুরু হওয়া বৃষ্টি সারাদিনই কমবেশি থাকবে। আগামীকাল বৃহস্পতিবার আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে পরশুদিন (শুক্রবার) থেকে আবহাওয়া স্বাভাবিক হবে।
তিনি আরও বলেন, খুলনা বরিশাল অঞ্চলে এ বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হবে। তবে কোনোভাবেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা স্বাভাবিকভাবে কমে যাবে এবং শীতের প্রকোপ বাড়তে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বুধবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ।
পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।