রাজধানীর হাতিরঝিল-বেগুনবাড়ি প্রজেক্টে লে-আউট প্ল্যানের বাইরে থাকা স্থাপনা অপসারণ আপতত বন্ধ থাকছে। আজ রবিবার আপিল বিভাগের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে গত ১০ সেপ্টেম্বর হাতিরঝিল-বেগুনবাড়ি প্রজেক্টে লে-আউট প্ল্যানের বাইরে থাকা স্থাপনা সাত দিনের মধ্যে অপসারণের আদেশ দেন হাইকোর্ট। সেই আদেশের ওপর এবার স্থিতিবস্থা জারি করলেন আপিল বিভাগ। এছাড়া এ বিষয়ে জারি করা রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অন্যদিকে, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
পরে এ ব্যাপারে আইনজীবী খুরশীদ আলম খান গণমাধ্যমকে বলেন, ‘এই স্থিতিবস্থা জারির ফলে হাইকোর্টে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই স্থাপনাগুলো ভাঙা যাবে না।’