মারধর, যৌতুক এবং হত্যাচেষ্টার অভিযোগ এনে রিন্টু বিকাশ চাকমা নামের এক নির্বাহী ম্যাজিষ্ট্রেটের বিরুদ্ধে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী। পহেলা ডিসেম্বর মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে চন্দ্রিকা চাকমা নামের এই নারী জানান, বিয়ের পর নানা অজুহাতে টাকা দাবি করতেন তার স্বামী। এক পর্যায়ে তাকে পুড়িয়ে মারারও চেষ্টা করা হয়। এসব অভিযোগে মামলা চলমান থাকলেও পহেলা ডিসেম্বর মামলার শুনানীর আগের দিন রিন্টু বিকাশ চাকমা আদালত থেকে জামিন পেয়েছেন। সংবাদ সম্মেলনে মায়ের সাথে উপস্থিত ছিলো ৬ বছরের কন্যা সন্তান তোপজ্যোতি চাকমা।
প্রচ্ছদ পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি হত্যাচেষ্টার অভিযোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের স্ত্রীর সংবাদ সম্মেলন