করোনা ভাইরাসের মহামারি পরিস্থিতির কারণে বাতিল হতে পারে হজ- এমন ধারণা করছিল অনেকেই। যে কারণে ধর্মপ্রাণ মুসল্লিদের অনেকের মন খারাপ হয়েছিল। তাদের জন্য সুখবর হলো, এবারের হজ বাতিল হচ্ছে না। তবে তা হবে সীমিত আকারে।
সীমিত মুসল্লি নিয়ে এবারের হজ অনুষ্ঠিত হবে বলে সৌদি সরকারের বরাত দিয়ে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। যেখানে বাইরের দেশ থেকে কেউ হজ পালন করতে আসতে পারবেন না। শুধু সৌদি আরবে বসবাসরত মুসল্লিরাই এবারের হজ পালন করতে পারবেন।
সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়, করোনা মহামারির মধ্যে স্বাস্থ্য ঝুঁকির দিকটি বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রতিবছর বিশ্বের প্রায় ২৫ লাখ মুসলিম হজ পালন করতে সৌদি আরব যান।হজ এবং ওমরাহ থেকে সৌদি সরকার প্রতি বছর ১২ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আদায় করে।