হজ নিবন্ধনকারীরা এ বছর হজে যেতে পারছেন না। তাই তারা ইচ্ছা করলে টাকা ফেরত নিতে পারবেন। আগামী ১২ জুলাই থেকে তারা টাকা তুলতে পারবেন বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
গতকাল ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, প্রাকনিবন্ধন ও নিবন্ধন যথারীতি ২০২১ (১৪৪২ হিজরি) সালের প্রাকনিবন্ধন ও নিবন্ধন হিসেবে কার্যকর থাকবে। ২০২১ সালে কোনো কারণে হজ প্যাকেজের ব্যয় বৃদ্ধি বা হ্রাস পেলে তা বর্তমানে হজযাত্রীর জমাকৃত অর্থের সমন্বয় করা হবে। কোনো হজযাত্রী হজের টাকা উত্তোলন করতে চাইলে অনলাইনে মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করবেন এবং কোনো প্রকার সার্ভিস চার্জ কর্তন ছাড়া তাকে তার সমুদয় অর্থ ফেরত প্রদান করা হবে।
এছাড়া এ বছর যারা নিবন্ধন করেছেন এবং টাকা ফেরত নেবেন না, তারা ২০২১ সালে অগ্রাধিকার পাবেন বলে আশ্বস্ত করেছেন হাব সভাপতি শাহাদাত হোসেন তসলিম।