বান্দরবান শহরের বাজারে ভ্রামম্যান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বাজারের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
অভিযানের সময় মিনার ব্রান্ডের সয়াবিন তেলের বোতলে প্রর্দশিত ওজনের চেয়ে পরিমানে কম থাকায় বিসমিল্লাহ ষ্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৫০ লিটার মিনার ব্রান্ডের সয়াবিন তেলও জব্দ করা হয়। এর আগ বৃহস্পতিবার রাতের অভিযানে অপর ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ওজনে কম দেয়ায় “ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৬ ধারায়” দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান অব্যাহত থাকবে।