বান্দরবান কেরাণীহাট সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় টানা দশ দিন ধরে বান্দরবান বিচ্ছিন্ন রয়েছে সারা দেশ থেকে। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বিপর্যয়ের মুখে পড়েছে বান্দরবানের মানুষের স্বাভাবিক জীবন-যাপন। ব্যবসা-বাণিজ্যে, সরকারী-বেসরকারী অফিস-আদালতে পড়েছে নেতিবাচক প্রভাব।
যোগাযোগ বিচ্ছিন্ন বান্দরবানে টানা তিনদিন ধরে ডুবে আছে বন্যার পানিতে। শহরের আশপাশের নিম্নাঞ্চলে পানি রয়ে গেলেও প্রধান প্রধান সড়কের পানি নেমে গেছে। সকালে বান্দরবান শহরের ভেতর কোন সড়কে আর পানি দেখা যায়নি।
পানি নেমে যাওয়ায় শহরের তলিয়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদাল হোটেল মোটেল ধুয়ে মুছে পরিস্কার করতে দেখা গেছে।
বান্দরবান বাজার ঘুরে দেখা গেছে, মাছ মাংস ও মুরগির দোকানীরা শূন্য দোকান নিয়ে বসে আছেন। সবজির বাজারেও একই অবস্থা। চাল ডালের মজুদ থাকলও পেঁয়ার ও আলুর সংকট দেখা গেছে। বাজারের কোন মুদি দোকানে পেয়াঁজ ও আলুর সরবরাহ নেই। এই সুযোগে রবিবার পেঁয়াজ কেজি প্রতি ১২০ টাকা ও আলু ৮০ টাকায় বিক্রি হয়েছে।
ব্যবসায়ী বলছেন, সোমবারের মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক হলে পণ্যের দাম কিছুটা কমতে পারে।