স্মার্টফোন আসক্তি: সামাজিক ও শারীরিক প্রভাব

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট-এ শিষ্টাচার বা ভদ্রতা না মানার বিষয়ে ‘মিস ম্যানারস’ নামের কলামের লেখিকা জুডিথ মার্টিন-কে এমন ঘটনার বিষয়ে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। সামনে বন্ধুদের সঙ্গে কোনো আড্ডায় বা প্রিয়জনের সঙ্গে ডেটিংয়ে গেলে কেউ তার নিজের স্মার্টফোনটিতে না তাকিয়ে কতক্ষণ পার করেন তা লক্ষ্য করতে বলা হয় তাকে। জবাবে তিনি বলেন, “যদি এটা হয়ই, তবে তা হতে হবে খাওয়া শেষে।”
শেয়ার করুন