অ্যাপলের সহকারী প্রতিষ্ঠাতা স্টিভ জবস ১৮ বছর বয়সে চাকরির জন্য দরখাস্ত লিখেছিলেন। ১৯৭৩ সালে লেখা সেই আবেদনপত্রটি সম্প্রতি নিলামে উঠছে। গেজেটস নাউ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভুলে ভরা জবসের আবেদনপত্রটির দাম হতে পারে ৫০ হাজার ডলার।
স্টিভ জবস চাকরির জন্য এই দরখাস্ত লেখার তিন বছর পর তার বন্ধু স্টিভ ওজনিয়াকের সাথে যৌথভাবে অ্যাপল প্রতিষ্ঠা করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
এক পৃষ্ঠার আবেদনপত্রে জবস তার আগ্রহের বিষয় হিসেবে উল্লেখ করেন ‘ইলেকট্রনিক্স টেক’ এবং ‘ডিজাইন ইঞ্জিনিয়ার’ শব্দ দুটি। নিজের নামের জায়গায় তিনি লিখেন স্টিভেন জবস এবং ঠিকানা হিসেবে উল্লেখ করেন রিড কলেজের নাম। প্রকৃতপক্ষে তিনি রিড কলেজের শিক্ষার্থী হলেও সেখান থেকে ড্রপ-আউট হয়ে যান।
চাকরির আবেদনপত্রটিতে ‘স্পেশাল এবিলিটিজ’ নামক অংশটিতে তিনি উল্লেখ করেন ‘টেক অর ডিজাইন ইঞ্জিনিয়ার’। এখানে তিনি আবার ক্যালিফোর্নিয়াভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ডের বানান ভুল করেন। এগুলোর পাশাপাশি তিনি নিজের দক্ষতা হিসেবে উল্লেখ করেন ‘কম্পিউটার’ ও ‘ক্যালকুলেটর’।