বাংলাদেশে করোনাভাইরাসের বিস্তার রোধে সোমবার ১০টি নির্দেশনা জারি করেছে সরকার। মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব নির্দেশনা পড়ে শোনান।
নির্দেশনা:
১. ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। খাদ্যদ্রব্য ও ঔষধ ক্রয় এবং মৃতদেহ সৎকারের মতো জরুরি কাজ ছাড়া কেউ বাইরে বের হবে না।
২. এ সময়ের মধ্যে অফিসগুলোরি জরুরি কাজ অনলাইনে সম্পন্ন করতে হবে।
৩. গণপরিবহণ চলাচল সীমিত থাকবে। চালক, হেলপার এবং যাত্রী সবাইকে সতর্কতামূলক গ্লাভস ও মাস্ক পরে গণপরিবহণ ব্যবহার করতে হবে।
৪. জনগণের প্রয়োজন বিবেচনায় ছুটিকালীন সময়ে বাংলাদেশ ব্যাংক সীমতিভাবে ব্যাংকিং চালু রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেবে।
৫. মঙ্গলবার থেকে প্রত্যেক জেলায় জেলা ম্যাজিষ্ট্রেটের তত্ত্বাবধানে সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনী মাঠে নামবে।
৬. করোনাভাইরাসের কারণে কোনো নিম্নআয়ের মানুষ যদি স্বাভাবিক জীবনযাপনে অক্ষম হন, তাহলে তারা সরকারি ঘরে ফেরা কর্মসূচির মাধ্যমে নিজ নিজ গ্রামে গিয়ে বসবাস করতে পারবেন। এ জন্য জেলা প্রশাসকরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
৭. ভাসানচরে এক লাখ লোকের আবাসন ও জীবিকা নির্বাহের ব্যবস্থা করা হয়েছে। নিম্নআয়ের কোনো ব্যক্তি চাইলে সেখানে গিয়ে বসবাসের সুবিধা নিতে পারবেন।
৮. করোনাভাইরাসের প্রভাব ঠেকাতে নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে যদি দরিদ্র মানুষের রোজগারে সমস্যা হয়, তাহলে জেলা প্রশাসকরা খাদ্য ও আর্থিক সাহায্য দেবার বিষয়টি বিবেচনায় রাখবেন।
৯. বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনকে ৫০০ চিকিৎসকের একটি তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে, যারা করোনাভাইরাস রোধে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
১০. ধর্মপ্রাণ ব্যক্তিদের মধ্যে যাদের সর্দি, জ্বর ও কাশি হয়েছে তারা যেন মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়েন, সে অনুরোধ করা হয়েছে।