প্রচ্ছদ রাজধানী সাহারা খাতুনের শারীরিক অবস্থা উন্নতির দিকে

সাহারা খাতুনের শারীরিক অবস্থা উন্নতির দিকে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। ফাইল ফটো

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এ ব্যাপার নিশ্চিত করেছেন তার ভাগ্নে মজিবুর রহমান।

গত ২ জুন সাহারা খাতুন জ্বর, অ্যালার্জিসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। মাঝখানে তার অবস্থার উন্নতি হলে বেডে দেওয়া হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত তার খোঁজখবর নিচ্ছেন। সাহারা খাতুনকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে বলে জানা গেছে। দলের ত্যাগী প্রবীণ এ নেতার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

শেয়ার করুন