সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদগাহে নামাজ আদায়ের পর দোয়া করা হয় দেশ-জাতির জন্য। একই সাথে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। ত্যাগ, মহিমা আর আত্মশুদ্ধিতে সারাদেশে ঈদুল আজহার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লীরা। সকালে জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতিসহ সর্বস্তরের সাধারণ মানুষ।
ছাড়া সকাল ৭টায় রাজধানীর বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। এরপর সকাল ৮টা, ৯টা, ১০টা ও পৌনে ১০টায় অনুষ্ঠিত হয় আরও ৪টি জামাত। যেখানে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লীরা।
এবারও কাঁধে কাঁধ মিলিয়ে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে নামাজ আদায় করেন লাখো মুসল্লী। নিচ্ছিদ্র নিরাপত্তা আর নির্মল প্রকৃতির কারণে খুশি সবাই।
ঈদের জামাত হয়েছে দেশের অন্যতম ঈদগাহ দিনাজপুরের গোড়-ই-শহীদ ময়দানেও। এতে সর্ব সাধারণের পাশাপাশি সামিল হন রাজনৈতিক ব্যক্তিবর্গও।
বন্দর নগরী চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে প্রধান জামাতে অংশ নেন মুসল্লিরা। আর খুলনার সার্কিট হাউজ মাঠে ঈদের প্রধান জামাতে যোগ দেন বহু মানুষ। এছাড়াও রাজশাহীর শাহ মখদুম ঈদগাহ ময়দানে ঈদের আদায় করেছেন সর্বস্তরের মানুষ।
সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শাহী ঈদগাহে। লাখো মুসল্লি এক কাতারে নামাজ আদায় করেন। রংপুরেও কালেক্টরেট মাঠে ঈদের নামাজ আদায় হয়েছে।
লালমনিরহাটে ঈদের নামাজ আদায় শেষে সারাদেশে ডেঙ্গু আক্রান্তদের পরিবার ও যারা মারা গেছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
এছাড়াও, ফরিদপুর, কুমিল্লা, যশোর, বগুড়া, গোপালগঞ্জ, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, মৌলভীবাজারসহ দেশের সব স্থানেই অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার নামাজ।