সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেল কালাঘাটার সব সড়ক; চলাচলে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যাচ্ছে বান্দরবান পৌরসভার ৩ নং ওয়ার্ড এর কালাঘাটা এলাকা। এতে চরম দুর্ভোগে পড়ছেন ওই এলাকার কয়েক হাজার বাসিন্দা।

পরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এই অবস্থা বলে জানিয়েছেন অনেকেই।

দশ-বিশ মিনিটের বৃষ্টিতে কালাঘাটা নতুন ব্রীজের কিছু পর হতে বড়ুয়ার টেক হয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সড়ক তলিয়ে যায় নিমিষেই। এ নিয়ে স্থানীয়দের ক্ষোভের শেষ নেই।

এদিকে আজ বুধবার সকালের বৃষ্টিতেও তলিয়ে যেতে দেখা গেছে ওইসব এলাকার সড়ক। ফলে যান চলাচল ব্যাহত হয়েছে। সড়কের পাশের বেশ কয়েকটি দোকানেও ঢুকে পড়েছে পানি। ফলে মানুষ পড়েছে বিপাকে।

স্থানীয়রা জানান, সড়কের পাশ্ববর্তী নিচু জমি অপরিকল্পিতভাবে ভরাট করে ঘর-বাড়ি তৈরির কারণে পানি নেমে যেতে পারছে না। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

খানা-খন্দকে ভরা সড়ক তলিয়ে গেছে পানিতে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ জানান, বৃষ্টি হলেই সড়ক তলিয়ে মানুষ ভোগান্তি পোহাচ্ছে। সমস্যা নিরসনে ইউ.জি.আই.আই.পি-৩ থেকে প্রকল্প নেয়া হয়েছে। পুরো সড়কের পাশে সাঙ্গু নদী র্পযন্ত প্রশস্ত ড্রেন তৈরি করা হবে। টেন্ডারও হয়ে গেছে। এই ড্রেন তৈরি সম্পন্ন হলে দুরবস্থা স্থায়ীভাবে সমাধান হবে। সে পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।

টেন্ডার প্রক্রিয়া ও অগ্রগতি বিষয়ে জানতে পৌর মেয়র মো. ইসলাম বেবীর সাথে মোবাইলে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ না করায় বিস্তারিত জানা যায়নি।

শেয়ার করুন