নির্বাচন সামনে রেখে দেশের আলেম সমাজের কাছে দোয়া চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আপনাদের দোয়া চাই, সামনে নির্বাচন আছে। আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই তিনি আবার বাংলাদেশের জনগণের খেদমত করার জন্য সুযোগ আমাকে দেবেন। আর যদি আল্লাহ না চান, আমাকে দেবেন না। আমার কোনো আফসোস থাকবে না। কারণ, আমি সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি।’
আজ বরিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শোকরানা মাহফিলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। কওমি সনদের সরকারি স্বীকৃতি বিল জাতীয় সংসদে পাস করায় এ শোকরানা মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারে কাজ করে গেছেন। এ দেশে যাতে বিশ্ব ইজতেমা হয় তিনি সে ব্যবস্থা করে গেছেন। তার নেতৃত্বে আমরা ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) তে সদস্যপদ লাভ করি। হাজীরা যাতে সহজে-কম খরচে হজ করতে যেতে পারে সেজন্য তিনি জাহাজ ক্রয় করেছিলেন।
শোকরানা মাহফিলে কওমি সদস্যদের বিরুদ্ধে করা সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। এছাড়া কওমি সনদের সরকারি স্বীকৃতি বিল জাতীয় সংসদে পাস করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।