পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী কল্পরঞ্জন চাকমা আর নেই। তিনি ২৫ জুলাই বুধবার দুপুর বারোটার দিকে ঢাকার মগবাজারের একটি প্রাইভেট ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর ১০০ বছর বয়স হয়েছিলো বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। তিনি পায়ের সমস্যা এবং বার্ধক্যজনিত বেশ কিছু অসুস্থতায় ভুগছিলেন।
তাঁর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরাসহ তিন পার্বত্য জেলার জেলা পরিষদ চেয়ারম্যান, জনপ্রতিনিধি এবং সুধী সমাজের প্রতিনিধিরা শোক প্রকাশ করেছেন।
কল্পরঞ্জন চাকমা খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি খাগড়াছড়ি থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৭ সালে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হবার পর ১৯৯৮ সালের ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রথম এবং পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পান কল্পরঞ্জন চাকমা।