বান্দরবানের জৈষ্ঠ সাংবাদিক এনামুল হক কাশেমী আর নেই। বুধবার বেলা সাড়ে দশটার দিকে অসুস্থ অনুভব করলে তাঁকে বান্দরবান শহরের হিলভিউ হাসপাতালে ভর্তি করানো হয়। তবে চিকিৎসারত অবস্থায় বেলা ১১ টার দিকে তাঁকে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।
প্রায় ত্রিশ বছরের অধিক সময় ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেনে এনামুল হক কাশেমী। র্কমজীবনে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস, দৈনিক আজাদী, দৈনিক যুগান্তর, বাংলাদেশের খবর পত্রিকায় নিয়োজিত ছিলেন। এছাড়াও তিনি বান্দরবান প্রেস ক্লাবের নির্বাহী সদস্য।
মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি দুই কন্যা সন্তানের জনক।
বিকেলে প্রেস ক্লাব প্রাঙ্গনে সর্বস্তরের মানুষে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ আসর তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। সাংবাদিক এনামুল হক কাশেমীর মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ বিশিষ্টজনেরা শোক প্রকাশ করেছেন।