তিন দিনের রিমান্ড এর নামে ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলন’র মৃত্যুতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা সদরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি’র নেতাকর্মীরা ।
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সকালে দলের সাধারণ সম্পাদক জাবেদ রেজার নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃবৃন্দ এ প্রতিবাদ জানান ।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব জসীম উদ্দিন তুষার, বান্দরবান জেলা যুবদলের আহ্বায়ক আবু বকর , যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান, হারুনুর রশিদ, সদস্য সচিব শাহাদাত হোসেন , সদর উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জামান, পৌর যুবদল নেতা জহির উদ্দিন মাসুম ও আরিফ চৌধুরী , সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আলী, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল আমিন ফরহাদ , কলেজ ছাত্রদলের সভাপতি মোরশেদ বিন ওমর, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সহ জেলা ছাত্রদল , যুবদল স্বেচ্ছাসেবক দল ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিয়ে সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন, সরকারী বাহিনীগুলো সরকারের নির্দেশে অতিমাত্রায় আগ্রাসী হয়ে উঠেছে। তারা রিমান্ডের নামে দলের গুরুত্বর্পূর্ণ নেতাদের নির্যাতন করে মেরে ফেলছে, গুম করে ফেলছে। তারা ভাবছে হয়তো এভাবে নির্যাতন চলতে থাকলে একসময় দলের নেতাকর্মীরা দমে যাবে। কিন্তু বিএনপি নেতা কর্মীরা আগামিতে এসবের কঠিন জবাব দিতে প্রস্তুত হচ্ছে। বলেন জাবেদ রেজা।
এছাড়াও অন্যান্য বক্তারা সরকার ও তার বাহিনী দ্বারা বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতনের প্রতিবাদ জানান। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্মমভাবে নিহত জাকির হোসেন মিলন’র পরিবারের প্রতিও সমবেদনা জানান নেতারা।