শিগগিরই জাতীয় ঐক্য গঠন করা হবে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতন বুঝতে পেরে সরকার কীভাবে পালাবে, সেই পথ খুঁজছে।
শনিবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
বর্তমানে দেশ অত্যন্ত সংকটময় মুহূর্তে উপনীত হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের স্বাধীনতা থাকবে কি থাকবে না, মানুষের বাঁচার অধিকার থাকবে কি থাকবে না তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর।
”আমরা সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছি। কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি। আজকেও আমরা সেই লড়াই করছি। লড়াই দীর্ঘস্থায়ী হয়েছে। আওয়ামী লীগ পরাজিত হচ্ছে, সরকার পথ খুঁজছে। মরিয়া হয়ে পালাবার পথ খুঁজছে”, যোগ করেন বিএনপি মহাসচিব।
খালেদা জিয়াকে ছাড়া আলোচনা হবে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের মাঝে একটা ভুল ধারণা কাজ করছে, সেটি হলো অনেকে বলে থাকেন খালেদা জিয়াকে ছাড়া আলোচনার কথা। এটা আপনাদের ভুল ধারণা। খালেদা জিয়ার মুক্তি বাদ দিয়ে কোনো আলোচনা নয়। সবাই তাঁর মুক্তির জন্য আন্দোলন করছেন।’
বিরোধী দল ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মেজর (অব)হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নাল আবেদীন প্রমুখ।