সরকারী স্কুলে ভালো পড়ালেখা হয়না এমন ধারনা বাদ দিতে হবে

রবিবার দুপুরে লামা মডার্ণ হাই স্কুলের উদ্বোধন করেন বিচারপতি ভবানী প্রসাদ সিংহ।

বান্দরবান (লামা) প্রতিনিধি।। সরকারী সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে পড়েও মানুষের মতো মানুষ হওয়া যায়। পড়ালেখা শিখে দেশের জন্য অবদান রাখতে বেসরকারী দামি প্রতিষ্ঠানে পড়াশোনার দরকার হয় না। অভিবাবক ও শিক্ষকদের আন্তরিকতা থাকলে গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে পড়েও উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিচারপতি ভবানী প্রসাদ সিংহ।

শনিবার দুপুরে লামা শহরের নুনারবিল এলাকায় ‍‍‌লামা মর্ডাণ হাই স্কুলের উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি শিক্ষক শিক্ষার্থী ও অভিবাবকদের প্রতি এমন মন্তব্য করেন তিনি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

ক্রীড়াবিদ জ উ প্রু- এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান, লামা সার্কেলের এএসপি আবু সালাম চৌধুরী, জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, ফাতেমা পারুল, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা, ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় জনসাধারণ, বিদ্যালয়ের অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন