সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কোটা বাতিলের বিষয়ে আমার কিছু কথা হয়েছিল। তিনি কোটা বাতিলের পক্ষে শক্ত অবস্থানে আছেন। কাজেই কোটা বাতিল হবেই।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এদিন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিফবি) ১১ সদস্যের টিম সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান।
অর্থমন্ত্রী বলেন, সব কোটা বাদ দিলেও অন্তত মেয়েদের জন্য কোটা থাকবে। কিন্তু কোটাবিরোধী এই যে আন্দোলন, সেখানে কোটা বাতিলের পক্ষে লোকজনের চিৎকার ছিল জোরালো। কাজেই কোটা বাতিল হবে।
তিনি বলেন, আমি মেয়েদের কোটা অপরিবর্তিত রাখার বিষয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী তখন আমাকে বলেছিলেন, আমি আগে বাতিল করব মেয়েদের কোটা। কারণ, এই কোটা বাতিলের পক্ষে তাদের চিৎকার ছিল সবচেয়ে জোরালো।
স্বাধীনতাবিরোধীদের সন্তানদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘স্বাধীনতাবিরোধী একজন থাকতেই পারে। তার শাস্তিও হতে পারে। কিন্তু তার সন্তান কেন শাস্তি পাবে? কাজেই স্বাধীনতাবিরোধীর কোনো সন্তান শাস্তি পাক এটা কাম্য নয়।’