রাজশাহীতে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত হলেন বাংলাদেশের প্লেব্যাক সম্রাট হিসেবে খ্যাত গায়ক এন্ড্রু কিশোর। ১৫ জুলাই বুধবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত রাজশাহীর স্থানীয় চার্চে শেষ শ্রদ্ধা জানান ভক্ত-অনুরাগীরা।
এরপর প্রার্থণা শেষে স্থানীয় কালেক্টরেট মাঠের কাছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয় তাকে।
২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন এন্ড্রু কিশোর। ৯ মাস পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন এন্ড্রু কিশোর ১১ জুন রাত আড়াইটার একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন। তারপর ঢাকার বাসায় বেশকিছু দিন অবস্থান করে শরীরের অবস্থা বিবেচনায় ও কোলাহলমুক্ত থাকতে রাজশাহী চলে যান।
তারপর থেকে সেখানে তার বোনের বাসা সংলগ্ন ক্লিনিকেই ছিলেন। ৬ জুলাই মারা যান বাংলাদেশের জনপ্রিয় এই কন্ঠশিল্পী।